আমাদের এই সাইট "রাষ্ট্রীয় মানি লন্ডারিং ২০১২" এর আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সুবিধার্থে আমরা শতভাগ সততার সাথে ডলার ক্রয়বিক্রয় করে থাকি। লেনদেন এর সময় আপনার পার্সোনাল বিকাশ/নগদ/ রকেট ব্যাবহার করবেন। প্রয়োজনে আপনার নাম্বারে ফোন দিয়ে নিশ্চিত করা হবে এবং সকল প্রক্রিয়া ৫ থেকে ৩০মিনিটের মধ্যে আমরা সম্পন্ন করে থাকি। আমাদের অফিস সময়সূচি সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত। এই সময়ের বাইরে জুরুরি প্রয়োজনে এডমিন কে মেসেজ করবেন। আমাদের সেবা গ্রহণ করে অনলাইন জুয়া, অর্থ পাচার (মানি লন্ডারিং), সন্ত্রাসী কর্মকাণ্ড বা এধরণের সকল অপরাধজনিত কাজ সম্পূর্ণভাবে বে-আইনি। এসকল অপরাধের জন্য আমাদের এই সার্ভিস ব্যবহার করলে Dollarbuysellshop কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না। ধন্যবাদ।